পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা এলাকা থেকে বৃহস্পতিবার ১২ অক্টোবর) সকালে দশটার দিকে রেজাব আলী নামের অটোরিকসা চালকের লাশ উদ্ধার করেছে মৌচাক ফাড়িঁ পুলিশ ।
নিহত ব্যক্তি হলেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার র্পূব পাইকুড়া গ্রামের মৃত গফুর মন্ডলের ছেলে। সে উপজেলার তেলিরচালা এলাকার হুমাউন কবিরের বাড়িতে সপরিবারে ভাড়া থেকে অটোরিকসা চালিয়ে জীবীকা র্নিবাহ করতেন। তার স্ত্রী ও তিন কন্যাা সন্তান রয়েছেন ।
স্থানীয়রা ,নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায় গত ৫ বছর আগে জীবীকার তাগিদে কাজের সন্ধানে স্বপরিবারে কালিয়াকৈর আসেন পরে হুমাউন কবিরের বাড়িতে ভাড়া থেকে অটোরিকসা চালাতেন তার তিন কণ্যা সন্তান কে এখানে থেকেই বিয়ে দেন ।প্রতিদিনের ন্যায় গতকাল সকাল ১০ দিকে খাওয়া দাওয়া সেড়ে ভাড়ার অটোরিকসা নিয়ে বাহির হয়। এদিকে সারদিনের পর অনেক রাতেও বাড়ি না ফেরায় নিহতের পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুজাখুজি করে।
অপরদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার হাটুরিয়া চালা এলাকায় একটি অজ্ঞাত নামা লাশ পরে আছে এমন সংবাদ পেয়ে মৌচাক ফাড়ি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ ফাড়িতে আনে। পরে নিহতে সাথে থাকা পরিচয় পত্র মাধ্যমে নিহতের স্বাজনদের খবর দিলে নিহতের স্বজনরা অটোরিকসা চালকের লাশ সনাক্ত করে। তবে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন অটোরিকসা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে পানিতে চুবিয়ে হত্যা করে অটোরিকসা ছিনতাই করে পালিয়ে যায় র্দূবিত্তরা। নিহতের ভাতিজা সাব্বির হোসেন বলেন গতকাল সকাল থেকে তিনি নিখোজ ছিলেন ঐদিন রাতে না ফেরায় আমরা বিভিন্ন স্থানে খুজাখুজি করি পরে সকালে মৌচাক ফাড়ি থেকে ফোনের মাধ্যমে আমার চাচার মৃত্যুও খবর জানতে পারি।
এ ঘটনায় মৌচাক ফাড়ি ইনর্চাজ শহিদুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সকাল ১০ টা দিকে জানতে পারি যে হাটুরিয়া চালা এলাকায় অজ্ঞাত লাশ পরে আছে ।পরে আমাদের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের সাথে থাকা পরিচয় পত্রের মাধ্যমে নিহতে স্বজনের খবর দিলে তারা থানায় এসে তাদেও স্বজনের লাশ সনাক্ত করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ তাকে পানিতে চুবিয়ে হত্যা করে অটোরিকসা ছিনতাই করে র্দূবিত্তরা। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুে মর্গে পাঠানো
হয়েছে ।আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন ।তদন্ত করে দোষিদের গ্রেফতা করা হবে।