ঢাকাই সিনেমার আলোচিত নাম নিপুণ আক্তার। শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খানের সঙ্গে তার দ্বন্দ্ব সারাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছিল। অবশেষে ৯ মাসের আইনি লড়াইয়ের পর সাধারণ সম্পাদক পদে নিপুণকে দায়িত্ব পালনের পক্ষে রায় দিয়েছেন আদালত।
শিল্পী সমিতির দায়িত্ব পালনে ব্যস্ত থাকলেও চিত্রনায়িকা নিপুণের নতুন ছবি ‘ভাগ্য’ মুক্তি পেতে যাচ্ছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ২১টি সিনেমা হলে মুক্তি পাবে।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে ‘ভাগ্য’ সিনেমার পরিবেশনা সংস্থা দি অভি কথাচিত্র।
সিনেমা প্রসঙ্গে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘অনেকদিন পর মুন্নার সঙ্গে নতুন আরেকটি ছবিতে অভিনয় করেছি। অবশেষে এটি মুক্তি পাচ্ছে। তার সঙ্গে আগের ছবিতে কাজের অভিজ্ঞতা ভালো ছিল। এই ছবিতেও আমাদের জুটির দারুণ কাজ হয়েছে। তাই বলব ছবিটি দর্শকরা দেখে বিনোদন পাবে।’
দেশপ্রেম ও সামাজিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’ সিনেমাটি। এই ছবিতে নিপুণের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক মুন্না। সিনেমাটি পরিচালনা করেছেন মাহবুবুর রশিদ। হালিমা কথাচিত্রের ব্যানারে এতে আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান প্রমুখ।
সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা মো: মাহবুবুর রশিদ। সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস। এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, দিনাত জাহান মুন্নী, স্মরণ, কাজী শুভ, সুস্মিতা সাহা। সঙ্গীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।