পাবনা

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুলাভাই-শ্যালিকা নিহত

পাবনার সাঁথিয়ায় অজ্ঞাত যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২১ অক্টোবর) রাতে পাবনার কাশিনাথপুর-ঢাকা মহাসড়কের ভিটাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (২২ অক্টোবর) সকালের দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- বেড়া উপজেলার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের আনসার আলীর ছেলে ফরমান আলী (৩০) ও সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর চরপাড়া গ্রামের জামাল শেখের মেয়ে মাহবুবা ইয়াসমিন (২৫)। সম্পর্কে তারা দুলাভাই-শ্যালিকা।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, তারা দুইজন ঢাকায় একটি এনজিওতে চাকরি করতেন। শুক্রবার রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে তারা ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন।

ধারণা করা হচ্ছে, পথিমধ্যে ভিটাপাড়া নামক স্থানে রাতের কোনো এক সময় অজ্ঞাত যানের ধাক্কায় তারা ঘটনাস্থলে মারা যান।

ওসি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শনিবার সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker