পাবনা জেনারেল হাসপাতালে ক্যানুলা খোলার সময় শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগ উঠেছে আয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরদিন বিষয়টি প্রকাশ হয়।
রোগীর স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি ঠান্ডাজনিত রোগের কারণে ২৩ দিনের ওই নবজাতককে জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ২ মার্চ সকালে শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বিকেলে তাকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানান চিকিৎসকরা। এরপর দুপুরে নার্সের বদলে শিশুটির হাতে লাগানো ক্যানুলা খোলেন আঞ্জুয়ারা খাতুন নামের এক আয়া। ক্যানুলা কাটতে গিয়ে শিশুটির হাতের একটি আঙুল কেটে ফেলেন তিনি। শিশুটির চিৎকারে সেখানে জটলার সৃষ্টি হয়। ভিড়ের মধ্যে হাসপাতাল থেকে সটকে পড়েন আয়া আঞ্জুয়ারা।