পাবনা

ট্রেনের টিটিইকে গুলি করার হুমকি দিলেন এএসআই

ট্রেনের টিকিট পরীক্ষককে (টিটিই) গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে।

মঙ্গলবার (৩১ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার (৩১ মে) দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেসটির ঈশ্বরদী স্টেশন থেকে কর্তব্যরত টিটিই আব্দুল আলীম একটি বগিতে কিছু লোককে বিনা টিকিটে যাত্রী হিসেবে পান। এ সময় তিনি তাদের জরিমানা করতে গেলে সেখানে থাকা পুলিশের এএসআই রুবেল হোসেন জরিমানা করতে নিষেধ করেন। এরপরও টিটিই আলীম তাদের জরিমানা করতে গেলে এএসআই রুবেল হোসেন তাকে গুলি করে মেরে ফেলবো বলে হুমকি দেন।

এ অভিযোগ বিষয়ে এএসআই রুবেল হোসেন জানান, টিটিই আলীমের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে। কিন্তু গুলি করে মেরে ফেলবো এমন ঘটনা ঘটেনি।

পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় ব্যবস্থাপক(ডিআরএম) শহিদুল ইসলাম বলেন, মৌখিকভাবে টিটিই আলীম তাকে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker