শেরপুর

শ্রীবরদীতে মিলাদ শেষে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাণীশিমুল ইউনিয়নের মালাকোণা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাতুল (১৪) ওই গ্রামের আবু বক্করের ছেলে ও টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাতুলের বাড়ির পাশে সেলিম মিয়ার পানির পাম্প উদ্বোধন উপলক্ষে মিলাদের আয়োজন করা হয়। মিলাদে অংশ নেয় রাতুলসহ স্থানীয়রা। মিলাদের পরেই শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এসময় হঠাৎ রাতুলের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারকে সান্ত্বনা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Author

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker