নরসিংদী

ব্যাংকের ভেতরে মিললো দুই নিরাপত্তাকর্মীর মরদেহ

নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জ বাজার শাখার অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই নিরাপত্তাকর্মীর (আনসার) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ফরিদপুরের তৌহিদুল আলম (২৪) এবং টাঙ্গাইলের রঞ্জু মিয়া (৪০)। তারা দু’জন আনসার সদস্য হিসেবে ওই ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে ব্যাংকে এসে গেট ভেতর থেকে আটকানো দেখে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে দুইজনের মরদেহ উদ্ধার করে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকের টাকাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker