ছোট বোনের বিয়োগেতে হয়ছি দিশেহারা,
লাগেনাতো মধুর কিছু বুকে দারুণ খরা।
মিটিমিটি তাঁরার মেলা জোনাক জ্বলে থোকা,
তবুও কেন দুনিয়াটা লাগে বড্ড বেশী ফাঁকা।
কোথায় গেলে দেখবোরে তোর মুখটি চাঁদমাখা,
না ফেরার দেশেরে বোন কেমনে আছিস একা?
দেখে তোর মায়াভরা মিষ্টি ঐ মুখ,
সকল দুঃখ ভুলে যেতাম পেতাম বড় সুখ।
তুই যে ছিলে কলিজার ধন ছোট্ট একটা বোন,
তুই যে ছিলে আমার কাছে জীবনের মূলধন।
অনেকটা দিন পেরিয়ে গেল ডাকিস নারে ভাই,
তাইতো বুকে দুঃখগুলি ঢেউ খেলিয়ে যায়।
কে ভাঙাবে রাগ আমার কে বুঝিবে মন,
পৃথিবীতে হয়না আপন বোনেরই মতন।
বাড়ী থেকে কোন ভাই দূরে যখন রয়,
ভাইকে রাখ নিরাপদে মোনাজাতে কয়।
বোন মায়ের প্রতিচ্ছবি খোদার নেয়ামত,
ছোট বোন মারা গেলে ভাইয়ের হয় কেয়ামত।
মাগো তুমি যায়নামাজে বসে কেন কাদোঁ,
আসবেনা বোন ফিরে কভু পাষানে মন বাঁধো।
দেখনা মা আকাশ পানে তাঁরার পাশাপাশি,
ডাকছে আমায় ছোট্ট বোনটি মুখে মিষ্টি হাসি।
আমরা সবাই একসাথে, বোন কবরে একা,
না মরিলে পাবোনা মা প্রিয় বোনের দেখা।
সুনসান পরিপাটি কে রাখিবে ঘর..
ভাইপোদের কেউ করেনা ফুফির মত আদর।
যদি থাকে সাত পোত তবুও মাগে ভাই পোত
ময়মুরুব্বি কয়,
ফুফির বিয়োগ ভাইপোরা হয় বড় অসহায়।
তুই যেমনে করে চলে গেলে কেউকি বলরে যায়?
কেমনে বাঁচবো বড় ভাই হয়ে নিষ্টুর দুনিয়ায়।
আমিও আসবো তোর কাছে বোন করিসনারে ভয়,
বুঝে গেছি ভূ-মন্ডলে কেউ কারো নয়!
এমন লক্ষ্মী বোনটি বল, কয়টা ভাগ্যে হয়?
যুদ্ধ ছাড়াই করলিরে তুই ভাইয়ের হৃদয় জয়।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.