গার্মেন্টস কুমারী ও বোন-গার্মেন্টস কুমারী
মো: সোলাইমান হোসেন
আখিঁতে তোমার হাজারো স্বপ্ন, আছে অনেক আশা দিনের পর দিন চলে যায়, বাঁধবে কখন বাসা। প্রিয়জন ছেড়ে তুমি আছো শহরে, ইট পাথরের দালান শুধু তোমার আপন কেহ নাইরে। গার্মেন্টস কুমারী, ও বোন-গার্মেন্টস কুমারী, তোমার কাঁধে অনেক দায়িত্ব সদায় ব্যস্ত তুমি সারাদিনের কর্ম শেষে, ন্যায্য মূল্য পাওকি? জানতে মোর ইচ্ছে জাগে, বলো একটু শুনি। গার্মেন্টস কুমারী, ও বোন-গার্মেন্টস কুমারী, দারিদ্র্যের কংগ্রাসে জ্বলে পুড়ে তুমি ছারখার লেখাপড়ার সুযোগ হয়নি এটাই কারণ তোমার শহরে আসবার। তুমি সংগ্রামী হয়েছো প্রতিবাদী হটাবে পেটের ক্ষুধা মনের ক্ষুধা মেটাবে কখন ভেবেছো কি? এটাই মোর শুধা। গার্মেন্টস কুমারী, ও বোন-গার্মেন্টস কুমারী, ভালোবাসা নিও বোন, হাজারো সালাম তোমায় প্রিয়জনের খুশির জন্য কষ্টগুলো- দিচ্ছো চাপা, খুলছো মনের দুয়ার। হাজারো দুঃখের পরও তোমার মুখে হাসির ঝলক লুকায়িত ক্রন্দনের পরও তোমার চোখে মায়াবী সেই পলক।