মুসলিম নামের ছদ্মবেশধারী
মো: সোলায়মান হোসেন
দাড়ি টুপি পাগড়ি জুব্বা নামে মুসলমান, ইমাম হোসেনকে শহীদ করলো- কাফের ফতোয়ান। নামাজ রোজা হজ্ব যাকাত পড়লে কালেমা, মুসলিম পরিচয়ে জান্নাত পাবে আজব ঘটনা। কারবালায় লেবাসধারী মুসলিম - ২২ হাজার সৈন্য, হাফেজ আলেম হয়েও- একজনও কি মুসলিম ছিল তারাই নগণ্য। ফেরাউন নমরূদ আবু জাহেল এজিদ- করতো রাজত্ব , এদের নামে কেউ অপপ্রচারে পায়নি সাহস- করতো দাসত্ব। দয়াল নবী, হযরত আলী, হাসান, হোসেন - ছিল আল্লাহর বন্ধু , নির্মম-নির্যাতনে অনেকের প্রাণ শহীদ হলো- মাটি লাল সিন্ধু। তারা মিথ্যা, স্বার্থ, প্রতারণা, লুটপাটে- নিত্য দিনেরসারী , এখনো আছে আশেপাশে মুসলিম নামের- শতো ছদ্মবেশধারী।