নরসিংদীর ভেলানগর এলাকা থেকে ডিএমপির এসআই পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পুলিশ পরিচয়ে প্রতারণার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ওই প্রতারক এসআই হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত বলে পরিচয় দিতেন।
জানা গেছে, গ্রেপ্তারকৃত প্রতারক হবিগঞ্জ জেলার লস্করপুর এলাকার বারেক মিয়ার ছেলে আলী আশরাফ সোহেল (৩০)।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, সোহেল পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নরসিংদী ও আশেপাশের বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে প্রতারণা করে আসছিলো। গতকাল রাতে নরসিংদীর ভেলানগর এলাকায় প্রতারণার প্রস্তুতির সময় গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম ও তার টিমের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুয়া পুলিশ বলে স্বীকার করেন।