নরসিংদীর পলাশে ঘরে ঢুকে অনিল চন্দ্র পাল (৪৫) নামের এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জিনারদী মধ্য চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় অনিলকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী গীতা রাণী পালকেও (৩২) কুপিয়ে আহত করে তারা। পলাশ থানার ওসি মো: ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন।
অনিল ওই এলাকার মণীন্দ্র চন্দ্র পালের ছেলে। তিনি মাটির পণ্য তৈরির পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাত ৩টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত ভাঙা দরজা দিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় ঘুমন্ত অবস্থায় অনিল চন্দ্র পালকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। তার স্ত্রী গীতা রাণী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন গিয়ে আশঙ্কাজনক অবস্থায় অনিল চন্দ্র পাল ও তার স্ত্রীকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক অনিলকে মৃত ঘোষণা করেন। গীতা রাণী হাসপাতালে চিকিৎসাধীন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াছ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিতের চেষ্টা করছে।