গাজীপুর

কালিয়াকৈরে অগ্নিকান্ডে ঝুট গুদামসহ ৪০ কক্ষ ভূস্মিত

গাজীপুরের কালিয়াকৈরে মধ্য রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ঝুটের গোডাউনসহ পাশে থাকা দুইটি আবাসিক কলোনির ৪০টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৬শে মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লী বিদ্যুৎ উত্তরপাড়া ফুটবল মাঠ এলাকার ঝুট ব্যবসায়ী জনি মিয়ার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখা জনি মিয়ার একটি কলোনী ও সোহেল রানা নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে ছড়িয়ে পরে। এতে দুই কলোনীর ৪০টি কক্ষ আগুনে পুড়ে যায়।

Image

প্রত্যক্ষদর্শীরা, বাড়ির মালিক ও ফায়ার সার্ভিস সূত্র জানান, দেড়টার দিকে প্রথমে জনি মিয়ার ঝুট গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পর মূহুর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। ততোক্ষণে আগুন পাশের দুইটি কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় ওই কলোনিতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে বের হয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে আগুনে ক্ষতিগ্রস্তদের দাবী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker