পুনম শাহরীয়ার ঋতু গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলার প্রকৌশলী বিপ্লব পাল, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা রহমত উল্লাহ, সমবায় কর্মকর্তা সাবিরা খান।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শরীফ, কালিয়াকৈর বাজার সমবায় বর্নিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক ৯ জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন বিতরণ করা হয় ও ৬ জন দুস্থ মহিলাদের মধ্যে নগদ ২ হাজার টাকা বিতরণ করা হয়।