কুমিল্লায় বিয়ের তিন মাস পর চিরকুট লিখে আত্মহত্যা করেছেন সুমাইয়া আক্তার (২২) নামে এক নববধূ।
হঠাৎ মরণব্যাধি ক্যানসারে আক্রান্তের খবর জানতে পেরে চিঠি লিখে রেখে নিজ ঘরে সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জেলার বুড়িচং উপজেলার ডুবাইরচর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পরিবারের সম্মতিতে ঢাকার সবুজবাগ থানার নাছির উদ্দিনের সঙ্গে তিন মাস আগে বিয়ে হয় সুমাইয়ার। স্বামীর সংসারে কাটে প্রায় আড়াই মাসেরও বেশি সময়। এ সময় শারীরিকভাবে অসুস্থ হলে চিকিৎসকের কাছ থেকে জানতে পারেন তিনি ক্যানসারে আক্রান্ত। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত মা সানু বেগমের সঙ্গে পারিবারিক কাজ করে বিশ্রামের কথা বলে একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার ছোট বোন রুমে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুমাইয়াকে দেখে চিৎকার দিয়ে ওঠেন। পুলিশ লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন।