কুমিল্লার লাকসামে নিজের মেয়েকে ধর্ষণচেষ্টার মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের স্পেশাল পিপি এডভোকেট প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ফেনীর সোনাগাজী উপজেলার পালগিরির আবু আহাম্মদ মিয়া। রায় ঘোষণার সময় তিনি এজলাসে উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, ২০০০ সালের ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার লাকসাম নশরতপুর বেলতলা এলাকায় ফুফাতো ভাইয়ের বাড়িতে নিজ মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন আসামি আবু আহাম্মদ মিয়া।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন।
কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান জানান, রায় ঘোষণার পর আসামি আবু আহাম্মদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।