আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪

এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫। এতে চারজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পাপুয়া প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জয়পুরা থেকে ১ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।

মাঝারি এ ভূমিকম্পের কম্পনে পাপুয়ার জয়পুরায় অবস্থিত একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে। এর ভেতরে আটকা পড়া চার নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এ ছাড়া ভূমিকম্পের আঘাতে জয়পুরার একটি শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও কয়েকজন আহত হয়েছেন।

এর আগে, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়। এর তিন দিনের মাথায় ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে এ প্রাণহানি ঘটে। তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker