যুদ্ধবিরতির রাতেই কেঁপে উঠলো কাশ্মীর, শ্রীনগরে বিস্ফোরণের শব্দ
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কিছু ঘণ্টার মধ্যেই কাশ্মীরজুড়ে বিস্ফোরণ, মুখ্যমন্ত্রী আবদুল্লাহ প্রশ্ন তুললেন যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক শহর। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক টুইটবার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “শ্রীনগরে মাত্রই বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। যুদ্ধবিরতি কোন চুলোয় গেলো?”
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, জম্মু ও শ্রীনগরের একাধিক স্থানে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, রাতের আকাশে বিস্ফোরণের পর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে দেখা যায়, সাথে ছিলো তীব্র আলোর ঝলকানি।
বিবিসি-র এক প্রতিবেদকও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি নিশ্চিত করেন যে বিস্ফোরণের শব্দ তাদের পক্ষ থেকেও শোনা গেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
রয়টার্সের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ভারত ও পাকিস্তান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর পরদিনই এই বিস্ফোরণের ঘটনায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।