আন্তর্জাতিক

ইসরোর রকেটে ত্রুটি: মাঝপথেই ব্যর্থ ইওএস-০৯ স্যাটেলাইট উৎক্ষেপণ অভিযান

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ইওএস-০৯ স্যাটেলাইট উৎক্ষেপণ অভিযান মাঝপথেই ব্যর্থ হয়েছে; পিএসএলভি-সি৬১ রকেটের তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মিশন বাতিল হয়।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একটি নতুন অভিযান ব্যর্থ হয়ে গেছে। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর জন্য আজ রোববার (১৮ মে) সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে রওনা দেওয়া পিএসএলভি-সি৬১ রকেটে মাঝপথেই ত্রুটি দেখা দেয়। এর ফলে কৃত্রিম উপগ্রহটিকে তার নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি এবং ইসরোর কর্মকর্তারা মিশন বাতিল করতে বাধ্য হন।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রোববার (১৮ মে) এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।

উৎক্ষেপণ ও ত্রুটির বিবরণ

মিশন ও ব্যর্থতা:

ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, রোববার ভোর ৫টা ৫৯ মিনিটে দেশটির অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে এক হাজার ৬৯৬ কেজি ওজনের ইওএস-০৯ স্যাটেলাইট নিয়ে রওনা দেয় পিএসএলভি-সি৬১ মহাকাশযান। এই কৃত্রিম উপগ্রহটিকে ৫২৪ কিলোমিটারের সান-সিংক্রোনাস পোলার অরবিটে নামানোর কথা ছিল।

প্রাথমিকভাবে উৎক্ষেপণ সফল হলেও **মিশনের তৃতীয় ধাপে** গিয়ে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয়, ২০৩ সেকেন্ডের মাথায় সেটিতে এই **যান্ত্রিক ত্রুটি** ধরা পড়ে, যার ফলে মিশনটি শেষ করা সম্ভব হয়নি।

ইসরোর বিবৃতি ও পূর্বের প্রেক্ষাপট

ইসরোর আনুষ্ঠানিক বক্তব্য:

অভিযান ব্যর্থ হওয়ার পর ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বিবৃতি দিয়ে জানায়,

আজ ১০১তম মিশন শুরু করা হয়েছিল। পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযানের উৎক্ষেপণ করে আসছে ইসরো। এখন পর্যন্ত এই রকেট ৬৩টি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে, যার মধ্যে আজকের মিশনসহ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তিনটি।

ব্যর্থতার কারণ অনুসন্ধান ও পরবর্তী পদক্ষেপ

অনুসন্ধান ও রকেট ধ্বংস:

ঠিক কী কারণে এই ত্রুটি দেখা দিয়েছে, তা খতিয়ে দেখছেন ইসরোর ইঞ্জিনিয়ারেরা। ইতোমধ্যে এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

এদিকে, মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে। সেটির ধ্বংসাবশেষ পৃথিবীতেই এসে পড়বে। তবে তা থেকে যাতে কোনও বিপদ না ঘটে, ইসরো তা নিশ্চিত করছে বলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইসরোর এই ব্যর্থতা ভারতের মহাকাশ কর্মসূচির জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, তবে ত্রুটির কারণ নির্ণয় করে দ্রুত নতুন মিশনে যাওয়ার ব্যাপারে আশাবাদী কর্মকর্তারা।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker