বাংলাদেশ মহিলা আ’লীগের কালিয়াকৈর উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় পৌর আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা আ’লীগের সভাপতি হাসিনা খালেকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রাসেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক হালিমা আক্তার পলি, এ্যাড: বেলায়েত হোসেন, পৌর মহিলা আ’লীগের সভাপতি নাজমা বেগম, সাধারণ সম্পাদক নাসিমা আক্তারসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া নৌকা প্রতীকে পৌরসভা ও ইউনিয়ন প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করে ও পাশে থেকে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা মহিলা আ’লীগ ও পৌর মহিলা আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেত্রী ও কর্মী বৃন্দ।