Uncategorized

কালিয়াকৈরে শ্রমিক পরিবহন বাসে আগুন

পুনম শাহরীয়ার ঋতু ,গাজীপুর প্রতিনিধি:
বিএনপির ডাকা দুইদিন ব্যাপি অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকার উরাল সেতুর উপরে সোমবার(৬ নভেম্বর) ভোর চারটার দিকে গার্মেন্টসে শ্রমিক পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

Image

এসময় দুর্বৃত্তদের দেয়া আগুনে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় বাসের মালিক আব্দুল আজিজ বলেন, তার বাসটি জনৈক খন্দকার মফিজুর রহমান লিটন নামের এক ব্যাক্তিকে মাসিক চুক্তিতে ভাড়া দিয়েছেন।ভাড়ায় গাড়িটি পোষাক কারখানার শ্রমিকদের আনা নেয়ার কাজে ব্যবহার হতো।

অবরোধের দ্বিতীয় দিন ভোরে উপজেলার মাটিকাটা এলাকা থেকে পোশাক শ্রমিকদের পরিবহনের জন্য বাসটি নিয়ে যাচ্ছিলেন চালক। পথিমধ্যে উপজেলার সফিপুর উড়াল সেতুর পূর্ব পাশে গেলে গাড়িটি থামিয়ে দুর্বৃত্ত গাড়িতে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে এতে গাড়িটি সম্পূর্ণ রূপে পুড়ে যায়। তবে বাসে থাকা চালক ও সহকারী দ্রুত বাস হতে নেমে গিয়ে
প্রানে রক্ষা পান ।তবে বাসটি খালি থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় কালিয়াকৈর থানা ইনর্চাজ আকবর আলী খান বলেন, বাসে আগুন দেয়ার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।আশা করি দ্রæতই তাদের আইনের আওতায় আনা হবে

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker