বাঘ বনে থাকুক আর মনে থাকুক, বাঘের কথা মনে হলেই ভয় তো একটু লাগবেই,,সড়কের রাস্তা দিয়ে চলাচলের সময় যদি দেখা মিলে বড় একটি বাঘ, সড়কে দাঁড়িয়ে আছে, তবে ব্যাপারটা কেমন মনে হবে?
এমন কাণ্ড দেখার তো দূরের কথা, শুনতেও ভয় লাগবে, ১০ হাত লম্বা বাঘের সুঠাম দেহ, একদম হা. করে দাঁড়িয়ে আছে,চট্টগ্রামে বন্দর নগরীর টাইগার বাস এলাকায়, বলছিলাম চট্টগ্রামে টাইগার বাস মোড়ে বাঘের ভাস্কর্যের কথা, দেখতে হুবহুব জীবত বাঘের মত, চির সবুজে গিরা এই নগরীর চট্টগ্রামে টাইগার বাস এলেই দেখা মিলবে এমন তিনটি বাঘের, দেখতেই এতটা সুন্দর যে, যেন সত্যি সত্যিই বাঘ দাঁড়িয়ে আছে।
চট্টগ্রামের বন্দরনগরীর টাইগার বাস এলাকায় ২০২০ সালের জুলাই মাসের এই বাঘ তিনটির ভাস্কর্য নগরীর টাইগার বাস এলাকায় স্থাপন করা হয়েছে। মুটামুটি টাইগার বাসকে নগরীর কেন্দ্র বিন্দু বললেই চলে কেননা চট্টগ্রামের যেকোনো প্রান্তে যেতে হলে এই পথে পাঁড়ি দিতেই হয়, আর নগরবাসীর কাছে দিন দিন জনপ্রিয়তারএই বাঘের ভাস্কর্য ১৯ দশকের এই স্থানটি ছিলো গ্রহিন জঙ্গল একবারে জনমানব হীন পাহাড় কেটে রাস্তা করা এই স্থানে বাঘের আনাগোনা ছিলো সব চেয়ে বেশী,, আর তাইতো টাইগার বাস নামের এই জায়গাটি বিখ্যাত নামে পরিচিত, ঐতিহাসিক সাক্ষ্য স্বরূপ এই স্থানটি স্থাপন করা হয়েছে, চট্টগ্রামে বন্দর নগরীতে এ বাঘের ভাস্কর্য থাকায় টাইগার বাস নামক জায়গাটি চিনেনা এমন কেউ নেই।