ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দেবহাটা তথ্যকেন্দ্র’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।
উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, দেবহাটা সদর ইউডিসি হারুন অর রশীদ সহ কমিটির সদস্যগন। এসময় দেবহাটা উপজেলা তথ্যকেন্দ্র’র মাধ্যমে চলমান কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি আগামী দিনের বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়নের পরিকল্পনা প্রকাশ করা হয়। সেই সাথে গ্রাম পর্যায়ে নারীদের এগিয়ে নিতে উঠান বৈঠক, স্বাস্থ্য সেবা, কম্পিউটার ও অনলাইন সেবা সহ সকল সেবা আরো বাড়াতে পরামর্শ প্রদান করেন সভায় উপস্থিত বক্তারা।