যার ছোটবেলা থেকে স্বপ্ন খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরার বলছিলাম- চাঁদপুর সদর উপজেলার মৈশাদী এলাকায় শাহাদাত হোসেন পাটোয়ারী ও রুবি বেগম দম্পতির মেয়ে সুমাইয়া পাটোয়ারী।
পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করার সময় আন্ত: প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট থেকে খেলাধুলা শুরু করেন। তারপর থেকে থেমে থাকতে হয়নি তাকে। প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা শেষ করে ২০১৮ সালে ভর্তি হন বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি। একাডেমির মাঠে ২০১৯ সাল থেকে শিক্ষক (খান জাহিদ) এর তত্ত্বাবধানে বাস্কেটবল খেলার নিয়মিত চর্চা ও খেলা শুরু করেন। বর্তমানে সুমাইয়া পাটোয়ারী বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
২০২১ সালে চাঁদপুর (জেলা) মহিলা বাস্কেটবল টিমে খেলার সুযোগ পান সুমাইয়া। জেলার হয়ে খেলতে যান দেশের বিভিন্ন স্থানে। ২০২২ সালে ঢাকার গাজীপুরে বাস্কেটবল খেলায় (ম্যান অব দ্য ম্যাচ) ভূষিত হওয়ায় (স্পোর্টস ম্যান অ্যাওয়ার্ড) অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে ২০২৩ সালে জাতীয় অনূর্ধ্ব ১৭ বাংলাদেশ যুব গেমসে (চট্রগ্রাম বিভাগ) হয়ে খেলার জন্য নির্বাচিত হন এবং (ব্রোঞ্জ মেডেল) অর্জন করেন।
বর্তমানে বাংলাদেশ থেকে বাস্কেটবল স্পোর্টস ভিজিটর প্রোগ্রাম-২০২৪ এর আওতায় (দেশি বলার্স) এর ব্যবস্থাপনায় বাস্কেটবল খেলার উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য আমেরিকায় যাওয়ার জন্য চূড়ান্ত নির্বাচিত হয়েছেন। আগামী (২০২৪ জুন) মাসে ২০ দিনের প্রশিক্ষণের জন্য দেশ ছাড়বেন সুমাইয়া।
বাস্কেটবল খেলা নিয়ে সুমাইয়া পাটোয়ারী আমাদের জানান, আমি আমেরিকায় বাস্কেটবল খেলার উচ্চ প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছি।এটি আমার জন্য আনন্দের এবং পরিবারের জন্য গর্বের। নিজের সেরাটা দিয়ে প্রশিক্ষণ নিয়ে দেশের হয়ে খেলতে চাই এবং বিশ্ব দরবারে বাস্কেটবল খেলার মধ্যে দিয়ে তুলে ধরতে চাই।আমার সাফল্যের জন্য আমার পরিবার শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।