ভারত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঢাকায় তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলে ২-০ ব্যবধানে জিতেছিল কিউরা। এতে ১৫ বছর পর নিজ দেশে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। এবার ফিরতি সফরে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ দল।
আজ এক ভিডিও বার্তায় নিকোলস বলেন, ‘নিউজিল্যান্ড তাদের কন্ডিশনে যেমন করেছে বাংলাদেশও তেমনটাই করতে চাইবে।’ তবে তাদের বাংলাদেশে জেতা সিরিজের আত্মবিশ্বাস এই সিরিজে কাজে দেবে বলে মনে করছেন নিকোলস, ‘হ্যাঁ, অবশ্যই ওটা তাদের জন্য ভালো একটি সিরিজ ছিল। এই সিরিজটিও একই রকম।বিশ্বকাপে যারা খেলেছে তাদের অনেকেই ছিল না। আমি বলব সেখানে আমাদেরও সফলতা ছিল। আমরা জানি আপনি যখন বিদেশের মাটিতে সফল হবেন এটা খুবই ফলপ্রসূ হয়।’
বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ড সফরে যায়, তখন দেশে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি।
কিন্তু নিউজিল্যান্ডের তাপমাত্র ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। হাড় হিম করা শীতে যে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে সেটি আজ মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার রিশাদ হোসেন। তার আগে নিকোলসও জানিয়েছেন, নিউজিল্যান্ডে বাংলাদেশের মূল চ্যালেঞ্জটা হবে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া।
নিকোলস বললেন, ‘বিশ্বকাপের আগে আমি ওয়ানডে সিরিজেরও অংশ ছিলাম। আমরা তাদের মাটিতে দারুণ খেলেছি।