কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা-কলম্বিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই মহারণটি। এখনো পর্যন্ত অপরাজিত থেকে ফাইনালে পৌছেছে দুই দল। ইতোমধ্যেই চুড়ান্ত হয়েছে একাদশ।
আর্জেন্টিনা একাদশ লিওনেল মেসি ,এমিলিয়ানো মার্টিনেজ (গোল রক্ষক), মন্টিয়েল, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ এবং নিকোলাস ত্যাগলিয়াফিকো।
কলম্বিয়া একাদশ হামেস রদ্রিগেজ, ক্যামিলো ভার্গাস (গোল রক্ষক), জোহান মোজিকা, ডেভিনসন সানচেজ, কার্লোস কুয়েস্তা, সান্তিয়াগো আরিয়াস, রিওস, জেফারসন লারমা, জন আরিয়াস, লুইজ দিয়াজ এবং জন কর্ডোবা।