নকলের হরেক রূপ। প্রতারকরা অভিনব সব পদ্ধতিতে নকল পণ্য তৈরি করে থাকে। এবার এমন নকলের শিকার হয়েছে খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী হিসেবে বিশ্বজুড়ে পরিচিত জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাস লিমিটেড।
দূর থেকে দেখলে এটিকে অ্যাডিডাস মনে হলেও কাছে থেকে দেখলে বোঝা যাবে লোগোর সঙ্গে প্রতিষ্ঠানের নামটি “অজিতদাস”। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে।
খবরে বলা হয়, শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাসের ব্র্যান্ডিংসহ এমন এক পণ্যের একটি ছবি শেয়ার করেছেন।
Completely logical. It just means that Adi has a brother called Ajit. Vasudhaiva Kutumbakam? 😊 pic.twitter.com/7W5RMzO2fB
— anand mahindra (@anandmahindra) November 22, 2022
টুইটার পোস্টটিতে দেখা যায়, ছবিটিতে একটি সাদা জুতা রয়েছে। জুতার লোগো ও তিন-স্ট্রাইপ ট্রেডমার্কে দেখে এটিকে অ্যাডিডাস জুতার মতোই মনে হচ্ছে। তবে কাছাকাছি থেকে নজর করে দেখলে বোঝা যায় এতে “অজিতদাস” লেখা রয়েছে।
শিল্পপতি আনন্দ রসিকতা করে লিখেছেন, এই নাম সম্পূর্ণ যৌক্তিক। অ্যাডিডাসের অজিত নামে এক ভাই আছে হয়তো!
এদিকে পোস্ট করার পরপরই ছবিটি ভাইরাল হয়েছে। ছবিতে লাইক ও মন্তব্যের ঝড় উঠেছে।
এক ব্যক্তি লিখেছেন, অ্যাডিরা দুই ভাই। অজিত ও অ্যাডি। তাই এমন নাম।
আরেক ব্যক্তি বলেছেন, “আমাদের কলেজের দিনগুলোতে আমরা মজা করে গল্প করতাম। আদি ও দাস দুই ভারতীয় ভাই বিদেশে অ্যাডিডাস শুরু করেছেন। এই প্রতিষ্ঠানের শিকড় রয়েছে ভারতে…আপনার টুইট দেখে ভালো লাগছে।”
রসিকতা করে একজন বলেছেন, অজিত দাসের কাছ থেকে প্রচারের ফি নেওয়া উচিত।