ইসরাইলের একটি ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছে একটি ষাড়। শেষ পর্যন্ত ঘুমপাড়ানি গুলি করে ষাঁড়টিকে কাবু করে তবেই ব্যাংকটি থেকে সরাতে হয়েছে।
ঘটনাটি ঘটেছে তেল আবিবের দক্ষিণ-পূর্বের লোদ শহরের এক শিল্পাঞ্চলে। সেখানে লিউমি ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালায় ষাড়টি।
লোদ শহরের পুলিশ ও ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকে ঢুকে পরার আগে ওই ষাঁড়টি শহরেও নানা জায়গায় ছুটোছুটি করে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলো।
তারপর সামনে ব্যাংকের খোলা দরজা পেয়ে সেখানে ঢুকে পড়ে। শুধু করে দেয় দপাদপি। এদিন সেদিক ঘোরাঘুরি করতে থাকে। এতে গোটা কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পরে।
প্রথমটে ব্যাংকটির করিডরে দাপটের সঙ্গে ঘুরতে থাকে। এ সময় ষাড়ের তাড়া খেয়ে ছুটতে গিয়ে হড়কে যাচ্ছিলেন ব্যাংকের অনেক কর্মী। অনেকে দৌড়ে নিরাপদ স্থানে পালাতে শুরু করেন।
ব্যাংকের কয়েকজন কর্মী একটা মোটা দড়ি জোগাড় করেও তাকে জড়িয়ে ফেলার চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টাও বিফল হয়। বরং ষাঁড়টি যেখানে সেখানে ঘুরে বেড়াতে থাকে।
এই পরিস্থিতিতে ব্যাংক কর্মীরা যখন কাজ ফেলে নিজেদের মত করে ষাঁড় তাড়ানোর চেষ্টা করে যাচ্ছিলেন তখন ব্যাংক থেকেই ফোন যায় শহরের পশু হাসপাতালে।
সেখান থেকে কর্মীরা এসে হাজির হয়ে ঘুমপাড়ানি গুলি করে ষাঁড়কে কাবু করেন। তবেই তাকে ব্যাংক থেকে বার করে নিয়ে যাওয়া সম্ভব হয়।
হাঁফ ছেড়ে বাঁচে সবাই। ব্যাংক জুড়ে ষাঁড়ের এই দাপাদাপির পরও কোনও ক্ষয়ক্ষতি বা কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে লিউমি ব্যাংক কর্তৃপক্ষ।