যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে পারিবারিক নির্যাতনের দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে গোলাগুলিতে নিহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (৩০ জুন) অ্যালেন নামক একটি ছোট শহরে এ ঘটনা ঘটলেও, শনিবার এ নিয়ে তথ্য প্রকাশ করেছে স্থানীয় পুলিশ।
ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট জানান, পারিবারিক নির্যাতনের অভিযোগে ল্যান্স স্টরজকে গ্রেপ্তার করতে তার বাড়িতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হয় পুলিশ। এসময় তাদের ওপর গুলিবর্ষণ করা হলে তিন পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও চারজন।
গোলাগুলিতে কে৯ ড্রাগো নামে পুলিশের এক কুকুরও মারা গেছে বলে জানিয়েছেন জন হান্ট। তিনি বলেন, পুলিশ কর্মকর্তারা ওই বাড়িতে যাওয়ার পর ‘প্রকৃত নরকের’ সম্মুখীন হন।
প্রায় তিন ঘণ্টা ধরে গোলাগুলি চলার পর ল্যান্স স্টরজকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে হত্যা, হত্যার চেষ্টা ও সেবা দানকারী প্রাণীর ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।