পাকিস্তানের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্চে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোড়দার করার বিষয়।
আহমাদ কুরেশি নামে একজন পাকিস্তানী সাংবাদিক কিছু দিন আগে ইসরাইলে সফর করে। বিরোধী দল দাবি করে সরকার পাকিস্তানকে স্বীকৃতি দিতে যাচ্ছে। তারই অংশ হিসেবে আহমাদ কুরেশী ইসরাইল সফর করেছে। এই ঘটনা সামনে আসার পর আহমাদ কুরেশির রাষ্ট্রীয় টিভি চ্যানেল থেকে চাকরি চলে যায়।
পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ পত্রে এখন এই সম্পর্কের পক্ষে ও বিপক্ষে লেখালেখি হচ্ছে।
তবে কিছু কিছু সোর্স বলছে, পাকিস্তানি জনগণ না চাইলেও পাকিস্তানি সেনাবাহিনী দশকের পর দশক ধরে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে।
কোনো সোর্স বলছে, পাকিস্তানের ওপর সৌদির পক্ষ থেকে চাপ রয়েছে ইসরাইলের সঙ্গে সম্পর্ক নরমাল করার ব্যাপারে। মূলত এই ঘটনার পেছনে রয়েছে মুহাম্মাদ বিন সালমান।