যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জনকে হত্যার আগে বন্দুকধারী এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুদেবার্তায় এক কিশোরীকে জানিয়েছিল বলে জানিয়েছেন টেক্সাস রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট।
বৃহস্পতিবার (২৬ মে) মার্কিন বার্তাসংস্থা সিএনএন জানায়, নিজের নানিকে গুলি করা ও রব এলিমেন্টারি স্কুলে হামলার পরিকল্পনার কথা মেটার কোনো এক প্ল্যাটফর্ম ব্যবহার করে এক জার্মান কিশোরীকে জানায় সালভাদোর রামোস। তবে এক্ষেত্রে ফেসবুক না ইন্সটাগ্রাম ব্যবহার করা হয়েছিলো তা জানায়নি মেটা কর্তৃপক্ষ।
১৫ বছর বয়সী ওই জার্মান কিশোরী জানিয়েছে, গত ৯ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে রামোসের সাথে আলাপ হয় তার। সোমবার (২৪ মে) গোলাবারুদের একটি প্যাকেট পাওয়ার কথা ওই কিশোরীকে জানায় সে।
মঙ্গলবার (২৫ মে) সকাল ১১টার দিকে রামোস ওই কিশোরীকে ফোন করে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি’। এর ২০ মিনিট পর নিজের নানিকে গুলি করার কথা ক্ষুদেবার্তায় জানান তিনি। এরপর রব এলিমেন্টারি স্কুলে হামলার কথাও তাকে জানায় সে।
রামোসের ৬৬ বছর বয়সী নানি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। রামোস সহিংস ছিল না বলে দাবি করেছেন তার মা আদ্রিয়ানা রেয়েস।
আরও পড়ুন: মার্কিন অস্ত্র আইন সংশোধনের জোর দাবি সিনেটরদের
এদিকে টেক্সাসের গভর্নর জানিয়েছেন, হামলাকারী আগে কোন অপরাধ করেছেন বা আগে থেকে তার মানসিক সমস্যা ছিলো- এখন পর্যন্ত এমন কোন পাওয়া যায়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কোনো স্কুলে গত ১০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ছিল এটি। এর আগে ২০১২ সালে কানেকটিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলায় ২০ শিশুসহ ২৬ জনের মৃত্যু হয়।