সৌদি আরবের জেদ্দায় একটি তেলের ডিপো এবং রিয়াদের বিভিন্ন স্থানে রকেট ও ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। হামলায় সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি আরামকোর ডিপোতে আগুন ধরে যায়।
আরামকোর জেদ্দার একটি তেল ডিপোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালানোর অভিযোগ উঠেছে। যদিও হামলার ব্যাপারে প্রাথমিকভাবে সৌদি আরামকোর পক্ষ থেকে কিছেই জানানো হয়নি।
তবে দীর্ঘদিন ধরেই হুথিদের টার্গেটে ছিল এটি। গতকাল শুক্রবার হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে আরামকোর স্থাপনা এবং ড্রোন দিয়ে রাস তনুরাসহ আরো একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে।
এক টুইট বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেন ইয়াহিয়া। এদিকে, হুথিদের এ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগেও সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।
সম্প্রতি জ্বালানি উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি আরামকো। ২০২১ সালে দ্বিগুণ মুনাফা অর্জনের খবর সামনে আসার পর এ ঘোষণা দেয় বিশ্বের অন্যতম বৃহত্তম কম্পানিটি।
NEW – #Houthi strike just hit an #Aramco facility in #Jeddah, on the eve of the #SaudiArabia Grand Prix.pic.twitter.com/nRKYAvk2y7
— Charles Lister (@Charles_Lister) March 25, 2022