ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী গত বৃহস্পতিবার (১৭ মার্চ) ৪ দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। এই ৪ দিনে রাজধানী ঢাকার বারিধারা মাদ্রাসা, নতুনবাগ মাদ্রাসা, আরজাবাদ মাদ্রাসা, ঢাকা মাদানীনগর মাদ্রাসা, সিলেট গহরপুর মাদ্রাসা, হবিগঞ্জ উমেদনগর মাদ্রাসা ও যশোর মাদানীনগর মাদ্রাসাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন তিনি।
আজ রোববার (২০ মার্চ) দুপুর ১২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওয়ানা করেন মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী।
বিমানবন্দরে তাকে বিদায় জানান মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আহসান হাবিব, মাওলানা আহমদুল হক হবিগঞ্জী,মাওলানা গোলাম রব্বানী,আলহাজ্ব এমদাদুল হক ও মুফতী ইমরানুল বারী সিরাজী প্রমুখ।