হুথি সন্ত্রাসীদের আক্রমণ ঠেকাতে আমিরাতের পাশে দাঁড়াবে ফ্রান্স। বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি। আজ শুক্রবার একটি টুইট বার্তায় তিনি লেখেন, গত জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত হুথি সন্ত্রাসীদের আক্রমণের শিকার হচ্ছে। আর উপসাগরীয় একমাত্র মিত্র দেশ আরব আমিরাতের আকাশসীমা রক্ষার জন্য আমরা তাদের পাশে দাঁড়াবো।
তিনি আরো বলেন মিত্র দেশটির বিপদের সময় সংহতি জ্ঞাপন এর অংশ হিসেবে ফ্রান্স সব ধরনের সামরিক সহযোগিতা দিতে প্রস্তুত।
পাশাপাশি দেশটির আকাশসীমা রক্ষায় যেকোনো ধরনের হুমকি মোকাবেলায় ও পদক্ষেপ গ্রহণে ফ্রান্স প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।