বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই মঙ্গলবার সন্ধ্যের পর থেকে ভারী বর্ষণ হতে দেখা যায় বাংলার বেশকিছু জেলায়। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, এই বৃষ্টি জারি থাকবে ১৪ ই জানুয়ারি অবধি। তবে বৃষ্টির ফলে বাড়তে থাকা তাপমাত্রায় কিছুটা হলেও লাগাম লেগেছে। বেশকিছুটা নেমেছে তাপমাত্রার পারদ।
গতকালের পর আজও কলকাতাসহ বেশকিছু জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে বেশ মেঘলা আকাশ বিরাজ করছে। দুএক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে বেশকিছু জায়গায়। দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার পর দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের দু-একটি জেলায় রয়েছ শিলাবৃষ্টির সম্ভাবনাও।