ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতসহ ১৪ জনকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার তামিল নাড়ুতে বিধ্বস্ত হয়েছে বলে খবর দিয়েছে দেশটির বিমানবাহিনী।
এনডিটিভি জানিয়েছে, বুধবার দুপুরে এ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, দুজনকে আহত অবস্থায় পাঠানো হয়েছে হাসপাতালে।
ভারতীয় বিমান বাহিনী এক টুইটে জানিয়েছে, তাদের এমআই-সেভেনটিন হেলিকপ্টারটিতে জেনারেল রাওয়াতও ছিলেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে তারা।
দুর্ঘটনার খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে জানানো হয়েছে। রাজনাথ বুধবারই এ বিষয়ে সংসদকে জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কোইমবাটোরের সুলুরের সেনা ঘাঁটি থেকে নীলগিরির ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজে যাওয়ার পথে কুনুরে কপ্টারটি দুর্ঘটনায় পড়ে।
জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকাও ছিলেন কপ্টারে। তাদের অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ভাষ্য কর্তৃপক্ষের তরফ থেকে আসেনি।