পুলিশি হয়রানি ও যত্রতত্র মামলা দেওয়ায় সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ডাকে জামালপুরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে। রবিবার (১৯ মে) সকাল থেকে পালন করছে সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকরা।
জানা গেছে, শনিবার (১৮ মে) দিনে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী ৬৫টি সিএনজিচালিত অটোরিকশাকে বিভিন্ন কারণ দেখিয়ে মামলা দেয় পুলিশ। এর আগেও বেশকিছু সিএনজিচালিত অটোরিকশাকে মামলায় দেওয়া হয়। এ নিয়ে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকদের মাঝে অসন্তোষ তৈরি হয়। এ কারণে শ্রমিক ইউনিয়নের ডাকে আজ সকাল থেকে ধর্মঘট পালন করেছেন সিএনজি চালকরা। হঠাৎ এমন অবস্থায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নান্দিনায় উপস্থিত একাধিক চালকরা জানান, পুলিশ বিভিন্নভাবে তাদের হয়রানি করছে, ইচ্ছেমতো মামলা দিচ্ছে। তারই প্রতিবাদে তাদের এই ধর্মঘট।
সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নান্দিনা বাজার শাখার সহসভাপতি কাইয়ুম মজনু জানান, বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাকে মামলা দেওয়ায় জেলা শাখার নির্দেশে এ ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে জেলার বিভিন্ন রাস্তায় চলাচলকারী ৪০-৫০ হাজার যাত্রী বিপাকে পড়েছে।