জামালপুরের মাদারগঞ্জে ২০২৩-২০২৪ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুভউদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে ফিতা কেটে কৃষি মেলা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপপরিচালক জাকিয়া সুলতানা।
কৃষিমেলার প্রায় ৩০টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা। পরে পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে কৃষি মেলার শুভ উদ্বোধন এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জামালপুর এর উপপরিচালক জাকিয়া সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো: তৌফিকুল ইসলাম খালেক, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও মঞ্জুরুল ইসলাম তরফদার, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলি, মাদারগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় কৃষি সম্প্রসারণ অফিসার রওশন আরা আক্তার। আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাদারগঞ্জ।
উপস্থিত কৃষক/কৃষাণী ও সূধীজনদের কন্দাল ফসল চাষাবাদের আগ্রহী হওয়ার আহবান জানান বক্তারা।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.