স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি
সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ মোকাবেলায় জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও তৃণমূল আওয়ামী-লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কর্মী সমাবেশ ও অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১জুলাই) বিকালে পৌরসভা চত্তর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর এলাকার বাউসী বাঙালি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে বিশাল এক এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এডভোকেট মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য ডা: মুরাদ হাসান।
উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ।
এসয়ম উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা সহ যুবলীগ, ছাত্রলীগ কৃষক লীগ, শ্রমিক লীগে তৃণমূল আওয়ামী-লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা বলেন, ‘বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য আওয়ামী-লীগ ছাড় দিবে না। সরিষাবাড়ীতে বিএনপিকে প্রতিহত করতে মুরাদ হাসানের বিকল্প আর কিছু নেই। এছাড়া আগামী সংসদ নির্বাচনে মুরাদ হাসানের পক্ষে মনোনয়ন দাবি জানান তৃণমূলের নেতাকর্মীরা।