স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় বিএনপি কতৃক মুল আসামীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার (২০ নভেম্বর) বিকালে উপজেলা সেচ্ছাসেবকলীগ, পৌর আ’লীগ ও মুক্তিযুদ্ধা সন্তান কামান্ডের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পৌর বাসষ্ট্যান্ড এলাকায় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এসে এক মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে পৌর আ’লীগের সহ-সভাপতি মন্জুরুল ইসলাম বিদ্যুৎ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মামুন-অর রশিদ, যুবলীগ নেতা এম.ডি রারা সরকার, ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন সহ অনেকেই বক্তব্য রাখেন। এতে আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, বিএনপি জামায়াত অগ্নিসংযোগ করে কখনই নির্বাচন বানচাল করতে পারবে না। শেখ হাসিনার সরকারের উন্নয়ন কখনই বাধাঁ গ্রস্ত করতে পারবে না। বিএনপি অবৈধ হরতাল নৈরাজ্যে প্রতিরোধ করতে আ.লীগ রাজপথেই রয়েছে। গত শনিবার দিবাগত রাতে সরিষাবাড়ীতে যমুনা আন্তঃনগর ট্রেনের ৩টি বগিতে যারা আগুন দিয়েছে তাদের দ্রুত গেপ্তার করে আইনে আওতায় জোর দাবি জানান তারা।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.