সখিপুর

সখীপুরে চার ইউপিতেই নৌকার ভরাডুবি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। তিনটি ইউনিয়নে দলের তিনজন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন‌‌। অন্য একটি ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। 

হাতীবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাজাহান খান রবিন  মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ৭৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন‌‌।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রনি আহমেদ নৌকা প্রতীকে ৩ হাজার ১৭৯ ভোট পেয়েছেন। হতেয়া রাজাবাড়ি ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন খান অটোরিকশা প্রতীকে ৩ হাজার ৯০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গিয়াস উদ্দিন আহমেদ নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৭৫ ভোট। কালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল হোসেন মোটরসাইকেল প্রতীকে ৮ হাজার ৬৮১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন‌‌।

নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের দেলোয়ার হোসেন সাথী নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৬৮ ভোট। বড়চওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজহারুল ইসলাম। তিনি পেয়েছেন ৪ হাজার ৫৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হালিম সরকার লাল আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৩৭ ভোট।

চারটি ইউনিয়নেই আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেন। দলে কোন্দল ও প্রার্থী বাছাইয়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ায় এমন ভরাডুবি হয়েছে বলে জানান দলের তৃণমূলের কর্মী-সমর্থকরা।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker