সখীপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৩ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফারজানা আলম। তিনি বিদায়ী ইউএনও চিত্রা শিকারীর স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর উপ-ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: সখীপুরের মানুষের ভালোবাসায়, অশ্রু শিক্ত নয়নে বিদায় নিলেন ইউএনও চিত্রা শিকারী
ফারজানা আলম বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি ইউনিভার্সিটি অব মেইলবোর্ন থেকে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
ফারজানা আলম মঙ্গলবার (৬ মার্চ) সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তাঁর বাড়ি ঢাকার কেরানীগঞ্জ। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত। এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী। মেয়ে সোহা শারার আহমেদ ও ছেলে আহমেদ সামিহ নির্ণয়।
গতকাল রবিবার সন্ধ্যায় নবাগত সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমকে বিদায়ী ইউএনও চিত্রা শিকারী ফুল দিয়ে বরণ করে নেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফারজানা আলম উপজেলাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.