ফরিদপুর

নকল স্যালাইন কারখানা ধরলেন ম্যাজিস্ট্রেট, দুই লাখ টাকা জরিমানা

ফরিদপুর সদরের কানাইপুরে নকল ওর স্যালাইন তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত কারখানা ও গোডাউন সিলগালা করে দেন। পাশাপাশি নকল পণ্য উৎপাদন করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেনের নেতৃত্বে কানাইপুরে রুপা ফুড প্রডাক্টস নামে খাদ্যপণ্য তৈরি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় রুপা ফুড প্রডাক্টস নামে কারখানাটিতে তৈরি করা হচ্ছিল ওরাল স্যালাইন-এন নামে নকল খাবার স্যালাইন। স্যালাইনের মোড়ক হুবহু এসএমসির মোড়কের অবিকল। এমন খবর পেয়ে কারখানায় অভিযান চালান জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত। সেখানে দেখা যায়, ওই প্যাকেটে মেয়াদও ঠিকমতো লেখা নেই।

এ ছাড়া সেখানে বিভিন্ন কম্পানির মোড়কে শিশুখাদ্য তৈরি করে প্যাকেটজাত করা হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট কারখানা ও গোডাউন সিলগালা করে দেন এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে সেখানে দুই লাখ পিসের অধিক নকল স্যালাইনের প্যাকেট পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গোডাউন ও কারখানা সিলগালা করা হয়।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker