কিশোরগঞ্জ হোসেনপুরে রবিবার নানান আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। হোসেনপুর উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। এ উপলক্ষ্যে প্রথমে বেলা ১১টায় উপজেলা পরিষদের মাঠ থেকে বণাঢ্য র্যালি বের করে। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আসাদুজ্জামান অডিটরিয়াম হলে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ গ্রহণ কারীদের সেখানে পান্তা ভাত খাইয়ে আপ্পায়ন করার পর পহেলা বৈশাখ উপলক্ষ্যে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীরা এসো এসো হে বৈশাখের গানসহ বিভিন্ন গান পরিবেশন করেন।
র্যালিতে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। র্যালিতে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলার অয়োজন করা হয়। এ সময় র্যালিতে অংশ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন, সহকারী কমিশনার(ভূমি) নাশিতা তুল ইসলাম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাহিদ হাসান সুমন, ওসি তদন্ত মো. টুটুল উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি মো.জহিরুল ইসলাম নুরু মিয়া,
হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা এডভোকেট কামরুল আহসান মিল্টন, পুমদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন, সাংবাদিক আফজালুর রহমান উজ্জল, মাহফুজ রাজা ,এসটি বাংলা অনলাইন টিভির প্রধান সম্পাদক শামীম সরকার,সঞ্জিত চন্দ্র শীল, খাইরুল ইসলাম প্রমুখ।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.