হোসেনপুরে হাজী ছফির উদ্দিন সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৫৭ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (৮ এপ্রিল) রোজ সোমবার নামা জিনারী সমাজ কল্যাণ ট্রাস্ট কার্যালয় সামনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, ট্রাস্ট উপদেষ্টা মো: আজিজুল হক, সমাজ সেবক মো: আবু হানিফা, সমাজ সেবক সাইদুল ইসলাম, ট্রাস্ট সভাপতি মো: মন্জুরুল হক, সহ সভাপতি মো: আক্তার হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক মো: খাইরুল ইসলাম এম এ, হাজিপুর বাজার বিশিষ্ট ব্যাবসায়ী মো: আব্দুল বারিক, মো: আব্দুর রসূল, মো: সিরাজুল হক, মো: হাসিম উদ্দিন, নামা জিনারী জামে মসজিদ ইমাম মো: মাওলা মোফাজ্জল হোসেন ও দৈনিক সংগ্রামের হোসেনপুর সংবাদদাতা মো: শামছুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত প্যাকেটে ১প্যাক সেমাই, ১টি সাবান, ১টি ৫০০মিলি সয়াবিন তেল, ৫০০ গ্রাম চিনি বিতরণ করা হয়।