কিশোরগঞ্জের হোসেনপুরে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা সাহায্য সংস্থার উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর এলাকার প্রশিকা অফিস সংলগ্ন একটি মাদ্রাসায় অসহায় মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জ্যৈষ্ঠ প্রভাষক মোহাম্মদ জাকির হোসেন, কাউন্সিলর মোহাম্মদ কাজল মিয়া, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোহাম্মদ আরাফাতুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ মিয়া প্রমুখ।