কক্সবাজার

উখিয়া ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে উখিয়া উপজেলার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা ক্যাম্প-১৩, জি/৪ এ আশ্রয় নেওয়া রোহিঙ্গা।

আরো পড়ুন: আরাভ খান গ্রেপ্তার হননি

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার দুপুরে ১৫/১৬ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা প্রতিপক্ষ রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা সটকে পড়ে। 

আরো পড়ুন: টাঙ্গাইলে ডিবি পরিচয়ধারী ৪ ব্যক্তি আটক

গুলিতে রফিক নামে এক রোহিঙ্গা ঘটনাস্থলে নিহত হন। গুলিবিদ্ধ অবস্থায় রফিককে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুলিবিদ্ধ ইয়াসিন নামের একজনকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: রাজিব হত্যা মামলায় ২৩ জনের ফাঁসির আদেশ

ওসি আরো জানান, আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে একটি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ ও এপিবিএন পুলিশ কাজ করে যাচ্ছে।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker