কক্সবাজার

মাদক চক্রের সঙ্গে বন্দুকযুদ্ধ, দুই যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাদ নদীর পাড়ে র‌্যাবেরর সঙ্গে মাদক কারবারিদের গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক পাচারকারী নিহত হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৩০ হাজার পিস ইয়াবা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি র‌্যাব।

র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার বলেন, টেকনাফের দমদমিয়া এলাকার নাফনদীর পাড়ে মাদক চোরাকারবারিরা র‌্যাবের একটি আভিযানিক দলের উপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে এক কারবারি আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানিয়েছেন, দমদমিয়ার অপর পয়েন্টে আরও একজনের মরদেহ ভেসে আসছে। তার মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তার পর বিস্তারিত বলা যাবে।দুই যুবকের লাশ উদ্ধার

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker