গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চন্দ্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ওয়াল্টন কারাখানা এলাকায় রড বুঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গরু ব্যবসায়ী আমজাদ হোসেন ও ঐ ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
গতকাল রবিবার রাত ১২ টার দিকে উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ওয়াল্টন কারখানার সামনে চন্দ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে সালনা কোনাবাড়ি হাইওয়ে থানা পুলিশ।
এ ঘটনায় সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, রবিবার রাতে রড ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের হেলপার সহ দুইজন নিহত হয়েছে। নিহতদের উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।