কানাডায় সাসকাচোয়ান প্রদেশে আলাদা ১৩টি স্থানে অতর্কিতভাবে ছুরি হামলাকে ‘গণ ছুরিকাঘাত, বিভৎস ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
স্থানীয় সময় রোববার টুইটবার্তায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এ কথা বলেন।
ওই টুইট বার্তায় তিনি বলেন, আমি তাদের কথা ভাবছি যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার ঘটনা কানাডার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী, নির্বিচার হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি।
স্থানীয় সময় রোববার ভোরে ১৩টি এলাকায় এসব হামলার ঘটনার পর পুলিশ দুই সন্দেহভাজনের খোঁজে অভিযান শুরু করেছে।
রয়টার্স জানিয়েছে, রোববার এসব ছুরি হামলার ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পলাতক সন্দেহভাজন দুই হামলাকারীকে খুঁজলেও এখনও আটক করতে পারেনি রয়্যাল কানাডা পুলিশ।
কানাডা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তি এই হামলা চালিয়েছে। এরই মধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের নাম ডেমিয়ান (৩০) ও মাইলস স্যান্ডারসন (৩১)।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্তরা প্রথমে বেশ কয়েকজনকে নিশানা বানিয়ে হামলা চালালেও, তারপরে এলোপাতাড়ি হামলা চালায়। তাদের সামনে যারাই ছিল, তাদের ছুরি দিয়ে কোপানো হয়। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা।